২৮ বলে সেঞ্চুরির রেকর্ড
ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি, তবে নিলামে কোনো দলই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেলের প্রতি আগ্রহ দেখায়নি। সেই আক্ষেপই যেন মাঠে ঝাড়লেন তিনি।
সৈয়দ মুশতাক ট্রফিতে করলেন ২৮ বলে সেঞ্চুরি, যা কি না ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। আজ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরা-গুজরাট ম্যাচে এই রেকর্ড গড়েছেন উর্বিল।
ত্রিপুরার ১৫৬ রানের লক্ষ্যে মাত্র ১০.২ ওভারে পৌঁছে যায় গুজরাট। ২৮ বলে সেঞ্চুরি করা উর্বিল অপরাজিত থাকেন ৩৫ বলে ১১৩ রান নিয়ে। তাঁর ইনিংসে ছিল ১২টি ছক্কা, চার ছিল ৭টি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল ঋষভ পন্তের। তিনি ২০১৮ সালে এই মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি সাহিল চৌহানের। ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে।
গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্ব রেকর্ড গড়েন এস্তোনিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান। তৃতীয় দ্রুততম সেঞ্চুরি ক্রিস গেইলের, ২০১৩ সালে আইপিএল ৩০ বলে সেঞ্চুরি করেন তিনি।
মজার ব্যাপার হলো, গত বছর ২৭ নভেম্বরও সেঞ্চুরি করেছিলেন উর্বিল। গুজরাটের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৪১ বলে করেন সেঞ্চুরি। যেটি ছিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৪০ বলে সেঞ্চুরি করে রেকর্ডটির মালিক ছিলেন ইউসুফ পাঠান। ঠিক এক বছর পর উর্বিল আবারও সেঞ্চুরি করলেন।
সুত্র: প্রথম আলো
ON/RMN