চ্যাম্পিয়নস লিগে আজ সিটি-বার্সেলোনাসহ চোখ থাকবে যাদের ম্যাচে
আন্তর্জাতিক বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। রাতে শিরোপাপ্রত্যাশী একাধিক পরাশক্তি জয়ে চোখ রেখে মাঠে নামতে যাচ্ছে। তবে আজকে রাতে আলাদাভাবে যে দুটি দলের ওপর চোখ থাকবে, তারা ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। আর রোমাঞ্চের দেখা মিলতে পারে বায়ার্ন মিউনিখ-পিএসজি ম্যাচে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়েই এই আয়োজন—
ম্যানচেস্টার সিটি–ফেইনুর্ড
জয়ের জন্য এতটা মরিয়া বোধ হয় ক্যারিয়ারে আর কখনোই ছিলেন না পেপ গার্দিওলা। থাকার অবশ্য প্রয়োজনও হয় নাই। বরং জিততে জিততে ক্লান্ত হয়ে পড়ার পর কদাচিৎ দুই একটি ম্যাচ হেরেছে গার্দিওলার দল, তা–ও আবার অনেক দিন পরপর।
ফলে গার্দিওলার দলের টানা পাঁচ হারের বিষয়টি খানিকটা বিস্ময়করও বটে। এমন কিছু যে ঘটতে পারে, সেটা হয়তো গার্দিওলা নিজেই ভাবেননি। ভাববেনই–বা কীভাবে? খেলোয়াড় ও কোচ হিসেবে কখনোই যে টানা পাঁচ ম্যাচ হারের অভিজ্ঞতা ছিল না তাঁর।
আগের ম্যাচে প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সেই অভিজ্ঞতাও এখন গার্দিওলার সঙ্গী। তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আজ ফেইনুর্ডের বিপক্ষে জিততে না পারলে। যা গার্দিওলার দলকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিতে পারে। প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও সিটির বাজে সময় পার করছে সিটি। চার ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ হার নিয়ে ৭ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান এখন ১০ নম্বরে। সর্বশেষ স্পোর্টিং লিসবনের কাছে ৪-১ গোলে উড়ে গিয়েছিল তারা। আজ ফেইনুর্ডের বিপক্ষে তাই সতর্ক হয়েই মাঠে নামতে হবে সিটিকে।
বার্সেলোনা–ব্রেস্ত
এই মৌসুমটা উড়ন্তভাবেই শুরু করেছিল বার্সেলোনা। গত মৌসুমের দুঃস্বপ্ন ভুলে সমর্থকদের দারুণ সব জয় উপহার দিচ্ছিল তারা। তবে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগেনি।
লা লিগায় সর্বশেষ দুই ম্যাচে জয়হীন থাকার পর এখন দুশ্চিন্তা ভর করেছে দলটির মধ্যে। বিশেষ করে দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামালের চোট দলটিকে বড় ধাক্কা দিয়েছে। ইয়ামালকে ছাড়া সোসিয়েদাদের বিপক্ষে হারের পর ড্র করেছে সেল্তা ভিগোর সঙ্গে। আজ চ্যাম্পিয়নস লিগেও ব্রেস্তের বিপক্ষে
ইয়ামালকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। ফলে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও দুশ্চিন্তা থেকেই যাচ্ছে দলে। আজ কোনোভাবে পা ফসকালে লা লিগার পর চ্যাম্পিয়নস লিগেও বড় ধরনের হান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত চার ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে বার্সা।
বায়ার্ন মিউনিখ–পিএসজি
ম্যাচ হিসাবে আজ রাতের সবচেয়ে বড় দ্বৈরথে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। তবে পয়েন্ট তালিকায় অবশ্য দুই দলের অবস্থায় বেশ শোচনীয়। বায়ার্ন চার ম্যাচে ২ জয় ও ২ হারে আছে ১৭ নম্বরে। আর পিএসজির অবস্থা আরও খারাপ। চার ম্যাচ শেষে ১ জয়, ১ ড্র ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে ২৫ নম্বরে। ফলে সামনের ম্যাচগুলো দুই দলের জন্যই বেশ চ্যালেঞ্জিং। ফলে আজ রাতে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে তারা। যা ম্যাচকে রোমাঞ্চকর করে তুলতে পারে।
এই তিন ম্যাচ ছাড়াও আর্সেনাল–স্পোর্টিং লিসবন, এসি মিলান-ব্রাতিস্লাভা এবং ইন্টার মিলান-লাইপজিগের ম্যাচেও দেখা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।
সুত্র: প্রথম আলো
ON/RMN