২০১ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে ২০১ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট িইন্ডিজ। অধিনায়কত্বের প্রথম ম্যাচ রঙ্গিন করে তুলতে পারলেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং ব্যর্থতায় দলকে মেনে নিতে হয়েছে বিশাল পরাজয়।
৩৮তম ওভার খেলার পর পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন শরীফুল ও তাসকিন। কারণ? আলজারি জোসেফের করা আগের ওভারে কাঁধের পেছনের অংশে আঘাত পান শরীফুল। বাংলাদেশের ফিজিও মাঠে ঢুকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। শরীফুল এরপর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। নাকি চাননি? রিটায়ার্ড হার্ট হয়ে তিনি ড্রেসিংরুমে ফেরায় ৯ উইকেটে ১৩২ রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অর্থাৎ ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে হারল বাংলাদেশ।
জাকের আলী পঞ্চম দিনের প্রথম ওভারে সবগুলো বল খেলায় পরের ওভারে স্ট্রাইক নিতে হয় নয়ে নামা পেসার হাসানকে। ভয়টা ধরাই স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজও এই ওভারে তাঁকে আউট করার সুযোগটা নিয়েছে। আলজারি জোসেফের করা ৩৩তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন হাসান। ১২ বল খেলে শূন্য রানে আউট হলেন তিনি। আগের দিনের অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক ইনিংসটাকে বড় করতে না পেরে আউট হন ব্যক্তিগত ৩১ রানে। জাকেরের আউটের পরেই টাইগারদের হার শতভাগ নিশ্চিত হয়ে যায়। দুই ইনিংস মিলিয়ে দুই টাইগার ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় যেন ছিলেন নিজেদের ছায়া হয়েই। ব্যর্থতার ষোলকলা পুর্ন করে কেউই করতে পারেননি নিজেদের নামের প্রতি সুবিচার।
ব্যাটে বলে অসামান্য পারফর্ম করে ক্যারিবীয় অলরাউন্ডার জাস্টিন গ্রেভস নির্বাচিত হন ম্যান অফ দ্যা ম্যাচ
দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার জ্যামাইকায় শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
ON/RMN