২০২৫ আইপিএলে সব দলের স্কোয়াড
পাঞ্জাব কিংস : অর্শ্বদীপ সিং (ভারত)—১৮ কোটি রুপি, শ্রেয়ার আইয়ার (ভারত)— ২৬.৭৫ কোটি রুপি, যুযবেন্দ্র চাহাল (ভারত)— ১৮ কোটি রুপি, মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)— ১১ কোটি রুপি, গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)— ৪.২০ কোটি রুপি, নেহাল বাধেরা (ভারত)—৪ কোটি ২০ লাখ রুপি, হারপ্রিত ভার (ভারত)—১ কোটি ৫০ লাখ রুপি, বিষ্ণু বিনোদ (ভারত)—৯৫ লাখ রুপি, বিজয়কুমার বৈশক (ভারত)—১ কোটি ৮০ লাখ রুপি, জস ঠাকুর (ভারত)— ১.৬০ কোটি রুপি, মার্কো জেনসেন (দক্ষিণ আফ্রিকা)— ৭ কোটি রুপি, জস ইংলিস (অস্ট্রেলিয়া)— ২.৬০ কোটি রুপি, লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড) — ২ কোটি রুপি, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)—২.৪০ কোটি রুপি, হারনূর পান্নু (ভারত)— ৬০ লাখ রুপি, কুলদীপ সেন (ভারত)— ৮০ লাখ রুপি, প্রিয়াংশ আর্য (ভারত)— ৩.৮০ কোটি রুপি, প্রবীন দুবে (ভারত)—৩০ লাখ রুপি।
গুজরাট টাইটান্স :
আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)—২.৪০ কোটি রুপি, হারনূর পান্নু (ভারত)— ৬০ লাখ রুপি, কুলদীপ সেন (ভারত)— ৮০ লাখ রুপি, প্রিয়াংশ আর্য (ভারত)— ৩.৮০ কোটি রুপি, কুমার কুশাগ্রা (ভারত)—৬৫ লাখ রুপি, অনুজ রাওয়াত (ভারত)—৩০ লাখ রুপি, মানব সুথার (ভারত)— ৩০ লাখ রুপি, ওয়াশিংটন সুন্দর (ভারত)—৩.২০ কোটি রুপি, জেরাল্ড কোয়েৎজে (দক্ষিণ আফ্রিকা)—২.৪০ কোটি রুপি, আরশাদ খান (ভারত)— ১.৩০ কোটি রুপি, গুরনূর ব্রার (ভারত)— ১.৩০ কোটি রুপি, শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)— ২.৬০ কোটি রুপি, সাই কিশোর (ভারত)— ২ কোটি রুপি, ইশান্ত শর্মা (ভারত)— ৭৫ লাখ রুপি, জয়ন্ত যাদব (ভারত)— ৭৫ লাখ রুপি, গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)—২ কোটি রুপি, করিম জানাত (আফগানিস্তান)—৭৫ লাখ রুপি, কুলবন্ত খেজরোলিয়া (ভারত)—৩০ লাখ রুপি।
দিল্লি ক্যাপিটালস :
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)—১১.৭৫ কোটি রুপি, লোকেশ রাহুল (ভারত)—১৪ কোটি রুপি, হ্যারি ব্রুক (ইংল্যান্ড)—৬.২৫ কোটি রুপি, জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া)— ৯ কোটি রুপি, টি নাটরাজন (ভারত)-১০ কোটি ৭৫ লাখ রুপি, করুণ নায়ার (ভারত)—৫০ লাখ রুপি, সামির রিজভী (ভারত)—৯৫ লাখ রুপি, আশুতোশ শর্মা (ভারত)—৩ কোটি ৮০ লাখ রুপি, মোহিত শর্মা (ভারত)—২ কোটি ২০ লাখ রুপি, ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)— ২ কোটি রুপি, মুকেশ কুমার (ভারত)—৮ কোটি রুপি, দর্শন নালকান্ডে (ভারত)— ৩০ লাখ রুপি, ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা)—৭৫ লাখ রুপি, অজয় মন্ডল (ভারত)—৩০ লাখ রুপি, মানবান্ত কুমার (ভারত)—৩০ লাখ রুপি, ত্রিপুরানা বিজয় (ভারত)—৩০ লাখ রুপি, মাধব তিওয়ারি (ভারত)—৪০ লাখ রুপি।
লখনৌ সুপার জায়ান্টস :
ঋষভ পন্ত (ভারত)— ২৭ কোটি রুপি, ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)— ৭.৫০ কোটি রুপি, এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)— ২ কোটি রুপি, মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)— ৩.৪০ কোটি রুপি, আবেশ খান (ভারত)—৯ কোটি ৭৫ লাখ রুপি, আবদুল সামাদ (ভারত)—৪ কোটি ২০ লাখ রুপি, আরিয়ান জুয়েল (ভারত)—৩০ লাখ রুপি, আকাশ দ্বীপ (ভারত)—৮ কোটি রুপি, হিম্মত সিং (ভারত)— ৩০ লাখ রুপি, এম. সিদ্ধার্থ (ভারত)— ৭৫ লাখ রুপি, দিগভেশ সিং (ভারত)— ৩০ লাখ রুপি, শাহবাজ আহমেদ (ভারত)— ২.৪০ কোটি রুপি, আকাশ সিং (ভারত)— ৩০ লাখ রুপি, রাজবর্ধন হাঙ্গারগেকার (ভারত)—৩০ লাখ রুপি, আর্শিন কুলকারনি (ভারত)—৩০ লাখ রুপি, ম্যাথিউ ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা)—৭৫ লাখ রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ :
মোহাম্মদ সামি (ভারত)—১০ কোটি রুপি, হারশাল প্যাটেল (ভারত)—৮ কোটি রুপি, ইশান কিশান (ভারত)—১১.২৫ কোটি রুপি, অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২ কোটি ৪০ লাখ রুপি, রাহুল চাহার (ভারত)-৩ কোটি ২০ লাখ রুপি, অর্থব তাইদে (ভারত)—৩০ লাখ রুপি, অভিনব মনোহর (ভারত)—৩ কোটি ২০ লাখ রুপি, সিমারজিৎ সিং (ভারত)—৩০ লাখ রুপি, জিসান আনসারি (ভারত)— ৪০ লাখ রুপি, জয়দেব উনাদকাত (ভারত)— ১ কোটি রুপি, শচীন বেবি (ভারত)—৩০ লাখ রুপি,
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :
লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)— ৮.৭৫ কোটি রুপি, ফিল সল্ট (ইংল্যান্ড)— ১১.৫০ কোটি রুপি, জিতেশ শর্মা (ভারত)-১১ কোটি রুপি, জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১২ কোটি ৫০ লক্ষ, রাসিখ দার (ভারত)—৬ কোটি রুপি, সুয়াস শর্মা (ভারত)— ২.৬০ কোটি রুপি, ক্রুনাল পান্ডিয়া (ভারত)— ৫.৭৫ কোটি রুপি, ভুবনেশ্বর কুমার (ভারত)—১০.৭৫ কোটি রুপি, স্বপ্নীল সিং (ভারত)— ৫০ লাখ রুপি, টিম ডেভিড (অস্ট্রেলিয়া)— ৩ কোটি রুপি, রোমরিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ)— ১.৫০ কোটি রুপি, নুয়ান থুসারা (শ্রীলঙ্কা)— ১.৬০ কোটি রুপি, দেবদূত পাডিকেল (ভারত)—২ কোটি রুপি, স্বস্তিক চিকারা (ভারত)—৩০ লাখ রুপি, লুঙ্গি এনগিদি (দক্ষিণ আফ্রিকা)—১ কোটি রুপি, অভিনন্দন সিংহ (ভারত)—৩০ লাখ রুপি, মোহিত রাথে (ভারত)—৩০ লাখ রুপি, টিম ভেভিড (অস্ট্রেলিয়া)—৩ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস :
ডেভন কনওয়ে ( নিউজিল্যান্ড)—৬.২৫ কোটি রুপি, রাহুল ত্রিপাঠি (ভারত) — ৩.৪০ কোটি রুপি, রাচিন রবীন্দ্র ( নিউজিল্যান্ড)—৪ কোটি রুপি, রবিচন্দ্রন অশ্বিন (ভারত) — ৯.৭৫ কোটি রুপি, নূর আহমেদ (আফগানিস্তান)-১০ কোটি রুপি, বিজয় শঙ্কর (ভারত)—১ কোটি ২০ লাখ রুপি, সৈয়দ খলিল আহমেদ (ভারত)—৪.৬০ কোটি রুপি, স্যাম কারান (ইংল্যান্ড)—২.৪০ কোটি রুপি, শেখ রশিদ (ভারত)— ৩০ লাখ রুপি, আনসুল কাম্বোজ (ভারত)— ৩.৪০ কোটি রুপি, মুকেশ চৌধুরী (ভারত)— ৩০ লাখ রুপি, দীপক হুদা (ভারত)— ১.৭০ কোটি রুপি, গুরজাপনিত সিং (ভারত)— ২.২০ কোটি রুপি, শ্রেয়াস গোপাল (ভারত)—৩০ লাখ রুপি, ভানস বেদি (ভারত)—৫৫ লাখ রুপি, আন্দ্রে সিদ্ধার্থ (ভারত)—৩০ লাখ রুপি।
কলকাতা নাইট রাইডার্স :
ভেঙ্কটেশ আইয়ার (ভারত)—২৩.৭৫ কোটি রুপি, কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)— ৩.৬০ কোটি রুপি, রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)— ২ কোটি রুপি, আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)—৬ কোটি ৫০ লাখ রুপি, অঙ্গকৃষ্ণ রঘুবংশী (ভারত)—৩ কোটি রুপি, বৈভব অরোরা (ভারত)—১ কোটি ৮০ লাখ রুপি, রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)— ১.৫০ কোটি রুপি, মায়াঙ্ক মারকান্দে (ভারত)— ৩০ লাখ রুপি, মনীশ পান্ডে (ভারত)— ৭৫ লাখ রুপি, স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া)— ২.৮০ কোটি রুপি, লুবনিথ সিসোদিয়া (ভারত)—৩০ লাখ রুপি, অজিনকা রাহানে (ভারত)—১ কোটি ৫০ লাখ রুপি, অনুকূল রয় (ভারত)—৪০ লাখ রুপি, মঈন আলী (ইংল্যান্ড)—২ কোটি রুপি, উমরান মালিক (ভারত)—৭৫ লাখ রুপি।
রাজস্থান রয়্যালস :
জফরা আর্চার (ইংল্যান্ড)-১২ কোটি ৫০ লাখ রুপি, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)-৫ কোটি ২৬ লাখ রুপি, মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা)-৪ কোটি ৪০ লাখ রুপি, আকাশ মাধওয়াল (ভারত)—১ কোটি ২০ লাখ রুপি, কুমার কার্তিকেয়া সিং (ভারত)— ৩০ লাখ রুপি, নিতিশ রানা (ভারত)— ৪.২০ কোটি রুপি, তুষার দেশপান্ডে (ভারত)— ৬.৫০ কোটি রুপি, শিভাম দুবে (ভারত)— ৮০ লাখ রুপি, যুদ্ধবীর সিং (ভারত)— ৩৫ লাখ রুপি, ফজলহক ফারুকী (আফগানিস্তান)— ২ কোটি রুপি, বৈভব সূর্যবংশী (ভারত)—১ কোটি ১০ লাখ রুপি, কোয়েনা মাফাকা (দক্ষিণ আফ্রিকা)—১ কোটি ৫০ লাখ রুপি, ক্রুনাল রাঠোর (ভারত)—৩০ লাখ রুপি, অশোক শর্মা (ভারত)—৩০ লাখ রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স :
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)-১২ কোটি ৫০ লাখ রুপি, নামান ধির (ভারত)—৫ কোটি ২৫ লাখ রুপি, রবিন মিঞ্জ (ভারত)—৬৫ লাখ রুপি, কর্ণ শর্মা (ভারত)—৫০ লাখ রুপি, রায়ান রিকেলটন (দক্ষিণ আফ্রিকা)— ১ কোটি রুপি, দীপক চাহার (ভারত)—৯.২৫ কোটি রুপি, আল্লাহ গাজানফর (আফগানিস্তান)—৪.৮০ কোটি রুপি, উইল জ্যাকস (ইংল্যান্ড)—৫.২৫ কোটি রুপি, অশ্বিনী কুমার (ভারত)— ৩০ লাখ রুপি, মিশেল স্যান্টনার (নিউজিল্যান্ড)— ২ কোটি রুপি, রিচি টপলি (ইংল্যান্ড)— ৭৫ লাখ রুপি, বেভন জ্যাকবস (দক্ষিণ আফ্রিকা)—৩০ লাখ রুপি, অর্জুন টেন্ডুলকার (ভারত)—৩০ লাখ রুপি, লিজাড উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)—৭৫ লাখ রুপি, বিগনেশ পুথার (ভারত)—৩০ লাখ রুপি।
২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। তবে, এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
ON/RMN