আইপিএলে দল পেলেন না যেসব তারকা
আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। করেছেন আইপিএলে সর্বোচ্চ ৬২টি ফিফটি। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে সাড়ে ৬ হাজারের বেশি। তবে এত কিছু আইপিএলে ডেভিড ওয়ার্নারের দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি।
আইপিএল নিলামে দুবার নাম ওঠার পরও কোনো দল ওয়ার্নারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ওয়ার্নারের মতো আরও বেশ কয়েকজন তারকা আইপিএলে এবার দল পাননি। যদিও তারা কেউই ওয়ার্নারের মতো আইপিএল কিংবদন্তি নন!
আইপিএলে ৫ মৌসুমে ৫০টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের বড় শট খেলার সামর্থ্য আছে। গত মৌসুমেও ব্যাটিং করেছেন ১৫২ স্ট্রাইকরেটে, যদিও ১১ ম্যাচে রান করেছেন মাত্র ২৯৮। এর আগের মৌসুমেও ১১ ম্যাচ খেলেন, রান করেছেন মাত্র ২৫৩। এই দুই মৌসুমে তাঁর বাজে পারফরম্যান্সের কারণেই হয়তো দলগুলোর আস্থা হারিয়েছেন বেয়ারস্টো।
ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার জেমস অ্যান্ডারসনও এবার নিলামে নাম দেন। ৪২ বছর বয়সী এই পেসারের প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দল না পাওয়াও বড় ঘটনা। গত মৌসুমে ৯ ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ উইকেট নেওয়া এই পেসার এর আগে নিলামে প্রতিবারই দল পেয়েছেন।
নিলামে এমনকি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও দল পাননি। ২ কোটি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারের দল পাওয়াটাই ছিল প্রত্যাশিত। আইপিএলে ৯৪ উইকেট নেওয়া এই পেসারের দাম কত উঠবে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল। তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। দল পাননি ড্যারিল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও।
সুত্র: প্রথম আলো
ON/RMN