১৮১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা বাংলাদেশের
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনটা ৯ উইকেট ২৬৯ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ, ইনিংস ঘোষণা করেছে ওই রানেই। বাংলাদেশ পিছিয়ে ছিল ১৮১ রানে।
বাংলাদেশ তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৪০ রান নিয়ে। সকালে শাহাদাত হোসেন অল্পেতে ফিরে গিলেও লিটন দাসকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন মুমিনুল হক। মুমিনুল ফেরেন ঠিক ৫০ করে। লিটন করেছেন ৪০। এরপর বাংলাদেশ ফলো অন এড়িয়েছে জাকের আলী ও তাইজুল ইসলামের প্রতিরোধে। সপ্তম উইকেট দুজন যোগ করেন ৬৮ রান। জাকের পেয়েছেন দুই টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
ON/RMN