লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রীতি ফুটবল

লক্ষ্মীপুরে সাংবাদিক লাল দল ও সবুজ দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। খেলায় লাল দল (জুনিয়র) ১-০ গোলে সবুজ দলকে (সিনিয়র) পরাজিত করে।
খেলার উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আজিজুল হক এবং জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু হাসান।
খেলা চলাকালে যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিস কবির গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অতিথিরা বলেন, ‘সাংবাদিকরা জাতির দর্পণ। তারা দিনরাত পরিশ্রম করে দেশের প্রতিটি ঘটনা তুলে ধরেন। তবে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য মাঝে মধ্যে এ ধরনের আয়োজন প্রয়োজন।’
খেলা শেষে বিজয়ী দল উল্লাসে মেতে উঠে।
- মুকিতুর রহমান, লক্ষ্মীপুর
ON/MDK