জসওয়ালের ছক্কার নতুন রেকর্ড
প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসে কী বৈপরীত্য! বলা হচ্ছে পার্থে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের কথা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস বোলারদের দাপটে অলআউট হওয়ার আগে ১৫০ রান করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে সেই ভারতের ব্যাটিংয়েরই অন্যরকম চেহারা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান তুলেছে দলটি।
প্রথম ইনিংসে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তিনি অপরাজিত ৯০ রান করে। এই রান করার পথে টেস্ট ক্রিকেটের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সোয়াল। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে এখন সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান ভারতের এই ওপেনারই।
ভারতের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দুটি ছক্কা মেরেছেন জয়সোয়াল। ৪৭তম ওভারের প্রথম বল প্রথম ছক্কাটি মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ ম্যাককালাম ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন রেকর্ড। রেকর্ড ভাঙতে খুব বেশি অপেক্ষা করেননি জয়সোয়াল। ৫২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে ১০০ মিটার দূরত্ব পার করা এক ছক্কায় ছাড়িয়ে যান ম্যাককালামকে।
ম্যাককালাম ৩৩টি ছক্কা মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সোয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।
২০২২ সালে ২৬টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ ছয় মারা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এরপর তালিকায় আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট (২০০৫ সারে ২২টি), ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ (২০০৮ সালে ২২টি) ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৪ সালে ২১টি)।
সুত্র: প্রথম আলো
ON/RMN