ধনবাড়ীতে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ক্যাফে হাট ম্যারাথন-২৪ অনুষ্ঠিত

ধনবাড়ীতে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ক্যাফে হাট ম্যারাথন-২৪ অনুষ্ঠিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে ক্যাফে হাট ম্যারাথন-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় সরকারি ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন মাঠে এই ম্যারাথনের উদ্বোধন করেন ধনবাড়ী নবাব এস্টেটের মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ।
স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান এবং স্কাইলাইন রিক্রুটমেন্ট সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান।
উপলক্ষ ও কার্যক্রম
স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্পোর্টস ডে’তে ম্যারাথন, বাচ্চাদের খেলাধুলা, ঐতিহ্যবাহী কাবাডি, রশি টানাটানি, এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশ থেকে চার শতাধিক প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন।
বক্তাদের মন্তব্য
স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সোলায়মান হোসেন বলেন, ‘স্পোর্টস লাভার্স এসোসিয়েশন গত বছর ক্যাফে হাট ম্যারাথন শুরু করেছিল। এর ধারাবাহিকতায় আজকের আয়োজন। মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য একটি সুস্থ সুন্দর সমাজ গঠন করা।’
উদ্বোধনী বক্তব্যে আফিফ উদ্দিন আহমাদ বলেন, ‘এই ঐতিহাসিক মাঠে এমন প্রাণবন্ত আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত। নবাব পরিবার সবসময় ধনবাড়ীর মানুষের পাশে থাকবে। এই ধরনের আয়োজন অব্যাহত রাখুন।’
উপস্থিত ব্যক্তিরা
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক মো. রনি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
-জুয়েল রানা, মধুপুর, টাঙ্গাইল
ON/MDK