‘ম্যাচ ড্র হলে মেসি সইতে পারেন না’

প্রত্যেকটি খেলোয়াড়ের জেতার তাড়না থাকে। এটাই স্বাভাবিক। লিওনেল মেসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অবাক করা বিষয় হলো ম্যাচ ড্র হলে নাকি আর্জেন্টাইন তারকা বিষয়টা মেনে নিতে পারেন না- জানিয়েছেন তার ইন্টার মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল।
ম্যাচ ড্র হলে মেসি খুবই বিষন্ন থাকেন। এ নিয়ে মেজর লিগ জার্নিম্যান পডকাস্টে গ্রেসেল বলেছেন, বছরের শুরুতে আমরা একটা ম্যাচ ড্র করেছিলাম। আমার মনে আছে, লকার রুমে মেসি খুবই বিষন্ন ছিল। তার ভাবটা এমন ছিল যে, ‘আমদের ড্র করা উচিত নয়, ড্র করতেই পারি না।’
গ্রেসেল যোগ করেন, ম্যাচের সময় আমরা খুব সিরিয়াস থাকি। মেসিই প্রত্যেককে তাদের কাজটা বিষয়টা বুঝিয়ে দেয়। দরকার হলেই সে সামনে চলে আসবে, এসে আলাপ-আলোচনা করবে। আর সুয়ারেজ একটু ইমোশনাল।
পিএসজি ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যোগ দিয়েই ফ্লোরিডার ক্লাবটির বদলে যাওয়ার গল্প লিখতে শুরু করেন আর্জেন্টাইন ফুটবলার। যারা প্রতিষ্ঠার পর থেকে কিছু জেতেনি, সেই মায়ামিকে জেতান লিগস কাপ শিরোপা। এ বছর ইন্টার মায়ামি জিতেছে সাপোর্টাস শিল্প ট্রফি, জায়গা করে নিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপেও।
মেসি দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন। সেই চুক্তির আরও ১২ মাস মেয়াদ রয়েছে। ফর্মে থাকায় ধারনা করা হচ্ছে, নতুন করে আবারও চুক্তি করবেন তিনি।
সূত্র: সময় টিভি
ON/MRF