বাংলাদেশকে যে পরামর্শ দিলেন রশিদ খান
খারাপ পারফরম্যান্স করলেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। নাহিদ রানা এবং রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন বলে মনে করেন আফগান তারকা। আর বেশি বেশি লেগ স্পিনার পেতে ঘরোয়া ক্রিকেটারদের দিকে মনোযোগ দেয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
বিদেশের মাটিতে সিরিজ হার বাংলাদেশ ক্রিকেট দলের কাছে নতুন কিছু নয়। তবে বাংলাদেশের বর্তমান এই দলটার সবকিছুই যেন এলোমেলো। সিনিয়রদের না থাকা এবং মাঠের বাইরের বিভিন্ন ইস্যু
প্রভাব ফেলছে দলের পারফরম্যান্সে। এরপরেও অবশ্য তরুণরা ভালো করছেন, দেখাচ্ছেন নতুন আশা। গণমাধ্যামকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান তারকা রশিদ খান বলেছেন, সময় দিলে বর্তমান ক্রিকেটাররাও ভালো করবেন। বিশেষ করে নাহিদ রানার বোলিং নজর কেড়েছে আফগান তারকার। তার মতে, এই পেসার হতে পারেন তরুণদের অনুপ্রেরণা।
রশিদ বলেন,
‘আমার মনে হয় বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালেও দেখবেন, বাংলাদেশের ভালো সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। অনেক সময় এমন হয় যে ফলাফল পক্ষে আসে না। তবে তারা ভালো ক্রিকেট খেলেছে। নাহিদ রানা যেভাবে বোলিং করেছে তা আমি বারবার দেখতে চাই। সে বাংলাদেশের সম্পদ। এই প্রথম বাংলাদেশের এমন বোলার দেখলাম যে ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। এটা সব তরুণদের অনুপ্রেরণা দেবে। তাকে দেখে অনেক পেসার বের হয়ে আসবে। এটা তার ক্যারিয়ারের শুরু মাত্র। নিজেকে ফিট রাখতে কাজ করতে হবে।’
আফগান স্পিনারদের সামনে নড়বড়ে ছিল টাইগার ব্যাটিং লাইন আপ। রশিদ খান ছাড়াও তরুণ স্পিনাররা ভালো করছে। এক্ষেত্রেও বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন তিনি। রশিদের মতে, বাংলাদেশ থেকে অফ স্পিনার বেশি বের হয়ে আসছে। লেগ স্পিনার খুঁজে পেতে ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে জোর দিতে বলেছেন তিনি। তবে রিশাদ হোসেনের প্রশংসা করেছেন এই বিশ্বমানের স্পিনার।
এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘বাংলাদেশেও ভালো স্পিনার আছে। তবে বেশির ভাগই বাঁহাতি ও অফ স্পিনার। লেগ স্পিনার রিশাদ আছেন, সে ভালো করছে। স্পিনারদের বিপক্ষে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেটে বেশি বেশি এমন স্পিনারদের খেলাতে হবে। রহস্যময় স্পিনাররা পার্থক্য গড়ে দেয়। তাদের খুঁজে বের করতে হবে।’
বাংলাদেশেরও ২ দশক পর টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এরই মধ্যে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টানা ৮ সিরিজে অপরাজিত। রশিদ খান বলছেন, সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় সাফল্য পাচ্ছে তারা।
তিনি বলেন, ‘দেখেন আমাদের অনেক ন্যাচারাল প্রতিভা আছে। আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে ভালো মানের ক্রিকেটার পাচ্ছি, যারা জাতীয় স্তরে পারফর্ম করছে। এর কৃতিত্ব অবশ্যই তাদের। তরুণরা অনেক পরিশ্রম করছে। সঠিক প্রক্রিয়া মেনে কাজ করছে।’
সূত্র: সময়
ON/MRF