ভুল যোগাযোগের কারণে ইংলিশ লিগে খেলা হয়নি বাংলাদেশি আমিনুলের
বাংলাদেশে অনেক গোলকিপার এসেছে, অনেকেই মন জয় করেছে। কিন্তু আমিনুল হক সকল বাংলাদেশের মন জয় করেছেন ২০০৩ সালে। বাংলাদেশের একমাত্র সাফ জয়ের কারিগর ছিলেন তিনি। সেই আমিনুল হককে দলে ভেড়াতে চেয়েছিল ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। তবে দুর্ভাগ্যবশত ভুল যোগাযোগের কারণে তার আর নিউক্যাসলে খেলা হয়নি।
বাংলাদেশের ইতিহাসে সেরা গোলকিপারদের একজন ধরা হয় আমিনুল হককে। মাত্র ১৪ বছর বয়সে মোহামেডানের হয়ে অভিষেক হয়েছিল আমিনুলের। তবে মূল একাদশে নিয়মিত না হওয়ায় দুই বছর পর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে যোগ দেন তিনি। এরপর আবারও মোহামেডানে যোগ দিয়েছিলেন এই গোলরক্ষক।
ক্যারিয়ারের স্বর্ণালী সময় মুক্তিযোদ্ধার জার্সিতেই পার করেছেন আমিনুল। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২০০৩ সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল যেটার কারিগরও সেই আমিনুল। তখন আমিনুল ছিলেন ফর্মের তুঙ্গে। অনেকেই তাকে ‘দ্য ওয়ান ম্যান আর্মি’ বলেই ডাকত।
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশ। যার মূল কারিগর ছিলেন আমিনুল। ফাইনালে মালদ্বীপের বিপক্ষে ১-১ সমতায় খেলা শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে মালদ্বীপের লুতফির শটটি শক্তহাতে ঠেকিয়ে বাংলাদেশের জয়ের কাছাকাছি নিয়ে যান আমিনুল। শেষ শটে সুজনের পেনাল্টি থেকে গোল বাংলাদেশ প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়ন করে তোলে। ৫ ম্যাচে রেখেছিলেন ৩ ক্লিনশিট, সাথে ফাইনালে পেনাল্টি সেভ হয়ে যান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন।
সেই ‘দ্য ওয়ান ম্যান আর্মি’-কেই দলে ভেড়াতে চেয়েছিল নিউক্যাসল ২০০৪ সালে। সেই সময় নিউক্যাসলও ছিল ইংল্যান্ডের টপ ক্লাব। তবে দুর্ভাগ্যবশত ভুল যোগাযোগের কারণে আমিনুলের আর নিউক্যাসলে খেলা হয়নি।
শুধু তাই নয়, আমিনুলকে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলার প্রস্তাবও দেয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবহেলার কারণে এই চুক্তিটিও বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থ চুক্তিগুলোর একটি ছিল এটি।
আমিনুল হক জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও উজ্জ্বল ছিলেন। ব্রাদার্সকে ২০০৫ সালে ঢাকা লীগ এবং ফেডারেশন কাপ জিতান আমিনুল। এরপর আবারও মোহামেডানে পারি জমিয়ে ক্লাবটিকে পরপর দুবছর জেতান ফেডারেশন কাপ। ক্যারিয়ারের শেষ সময়টাও তিনি কাটিয়েছেন মোহামেডানের হয়েই। ২০১৩ সালে এই কিংবদন্তি গোলকিপার ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানেন।
সূত্র: সময় টিভি
ON/MRF