টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নির্ভরযোগ্য ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেইজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দিয়েছেন এই বাঁহাতি।
ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ওপেনার। সেই ভিডিওতেই জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর ইমরুল তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় বলছেন ইমরুল।
সূত্র : সময় টিভি
ON/MRF