ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত
কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এবার জানা গেল, চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের সঙ্গে থাকছেন না তিনি।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলা চলাকালে কুঁচকিতে চোট পান শান্ত। ম্যাচের পর এমআরআই রিপোর্টে তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলা হচ্ছে না শান্তর।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুই টেস্টের সিরিজের জন্য শান্তকে অধিনায়ক করে এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় এখন কে স্কোয়াডে ঢুকবেন সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি বোর্ড।
এদিকে শারজায় সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শান্তর অনুপস্থিতিতে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ।
এই সিরিজের প্রথম ম্যাচ ৯২ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সে ম্যাচে আফগানদের ৬৮ রান হারিয়ে সিরিজে সমতা এনেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে দলীয় সর্বোচ্চ ৭৬ রান এসেছিল চোটে পড়া অধিনায়ক শান্তর ব্যাটে।
সূ্ত্র: যুগান্তর
ON/MRF