ঢাকা ক্যাপিটালস দলের জার্সি ডিজাইন প্রতিযোগীতা, পুরষ্কারের ঘোষনা ঢালিউড তারকা শাকিব খানের!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে সবচেয়ে বড় চমক ঢাকা ক্যাপিটালস। নতুন যুক্ত হওয়া এ দলটির সাথে রয়েছেন দেশের জিনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ফ্র্যাঞ্চাইজিটি নাম চূড়ান্তের পর এবার জার্সি ডিজাইনেও ভক্তদের সহযোগিতা চেয়েছেন।
বিপিএলের ১১তম আসরে নিজেদের জার্সি ডিজাইনে কনসেপ্ট চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের জার্সি কনসেপ্ট ডিজাইন করে আপনিও হতে পারেন আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ।
বিপিএলের ১১তম আসরে নিজেদের জার্সি ডিজাইনে কনসেপ্ট চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন শাকিব খান।
তিনি বলেন, “বিপিএল ১১তম আসরকে কেন্দ্র করে আপনাদের ভালোবাসা সমযোগিতা ও সমর্থন’ই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আপনাদের দিয়ে নাম চূড়ান্ত করার পর এবার নিয়ে এসেছি ঢাকা ক্যাপিটালসের জার্সি ডিজাইন করার সুবর্ণ সুযোগ।”
“ঢাকা ক্যাপিটালসের জার্সি কনসেপ্ট ডিজাইন করে আপনিও হতে পারেন আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ। কনটেস্টের সবচেয়ে বেশি প্রসংশিত কনসেপ্টি হবে বিজয়ী। বিজয়ী ডিজাইনার পাবেন আমার স্বাক্ষর করা একটি জার্সি এবং মাঠে বসে খেলা দেখার সুযোগ এবং রিমার্ক হারল্যানোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।”
শাকিব খান আরও বলেন, “দেরি না করে এক্ষণি ডিজাইন করুন ঢাকা ক্যাপিটালসের জার্সি। এক সাথে থেকে আমরা করবো জয়। আর উঠবো সাফল্যের শিখরে। কারণ আমরা বিশ্বাস করি ‘টুগেদার উই রাইস’।”
বিপিএলের এবারের আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ON/RMN