শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ

শেরপুরে ভিএসও (VSO) বাংলাদেশের সহযোগিতায় শেরপুর জেলা যুব ফোরামের উদ্যোগে একটি মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলার ঝগরাচর এলাকার দারুন নাজাত মোমেনাতুন্নেছা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব ফোরামের সদস্যরা। বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, স্টাম্প, ফুটবল, দড়িলাফের সরঞ্জামসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ।
শেরপুর জেলা যুব ফোরামের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধুলার মাধ্যমে তাদের শিক্ষায় আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ। ধন্যবাদ জানাই ভিএসও বাংলাদেশকে।’
ফোরামের সাধারণ সম্পাদক আরফান আলী বলেন, ‘ভিএসও বাংলাদেশের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি, যাতে মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে পারে।’ তিনি আরও জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব ফোরামের সদস্য তোফাজ্জল হাসান সৌরভ, ফারুক খান, বাবু হাসান রানা, আবু হানিফ সিদ্দিক, ইয়াকুব মিয়া প্রমুখ।
–মোঃ শরিফ উদ্দিন, শেরপুর
–ON/SMA