নয়াকান্দি ইয়াং সোসাইটির আয়োজনে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিতারা ৩৬০ ডিগ্রি

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি ইয়াং সোসাইটির আয়োজনে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নয়াকান্দি গ্রামের মাঠে রেনেঁসা মেডিকেল সেন্টারের সৌজন্যে ও ওমানপ্রবাসী মো. রুবেল হোসেনের সার্বিক সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ নেয় বিতারা ৩৬০ ডিগ্রি ক্লাব ও রাগদৈল দক্ষিণ পাড়া দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিতারা ৩৬০ ডিগ্রি ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন নয়াকান্দি ইয়াং সোসাইটির সভাপতি ইসমাইল হোসেন মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও সাংগঠনিক সম্পাদক সানাউল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মফিজুল ইসলাম, রেনেঁসা মেডিকেল সেন্টারের পরিচালক সালাউদ্দিন মজুমদার, ইউপি সদস্য জাকির হোসেন প্রধান, সমাজসেবক মোজাম্মেল হোসেন, শিক্ষক সারোয়ার হোসেন ও মাহবুব আলম, বিএনপি নেতা কামরুল হোসেন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
খেলায় ধারাভাষ্য পরিবেশন করেন মো. বোরহান উদ্দিন প্রধান। টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন সানাউল মাহমুদ, জুয়েল রানা, সালমান হোসেন ও ফয়সাল হোসেন। খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA