স্মিথের ১ রান দেখতে ৮৩৫৮ কিলোমিটার পাড়ি

‘৮৩৫৮ কিলোমিটার পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় এসেছি স্মিথের ১ রান উদ্যাপন করতে’—গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এক দর্শকের লেখা ব্যানারটা চোখ কাড়ল সকাল সকালই। আশা পূরণ হয়েছে সেই দর্শকের। আজ আর হতাশ করেননি স্মিথ। মুখোমুখি হওয়া প্রথম বলটাকে মিড অনের দিকে ঠেলেই পড়িমরি দৌড়ে সেই একটি রান পেয়ে গেলেন। আর তাতেই ৯৯৯৯ থেকে ১০০০০ হাজার হয়ে গেল স্মিথের রান। অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন স্মিথ।
এ মাসের শুরুতেই মাইলফলকটা ছোঁয়ার সম্ভাবনা নিয়ে ভারতের বিপক্ষে সিডনি টেস্টটা শুরু করেছিলেন স্মিথ। প্রথম ইনিংসে ৩৩ করে প্রয়োজনটাকে ৫ রানে নামিয়ে আনার স্মিথ দ্বিতীয় ইনিংসে ৪ রান করে ৯৯৯৯-এ পৌঁছানোর পর আউট হন। প্রসিধ কৃষ্ণার বলে যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দিয়ে অপেক্ষা বাড়িয়েছিলেন এই সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ৯৯৯৯ রানের মাথায় আউট হয়েছিলেন স্মিথ।
তাতে অবশ্য একদিন দিয়ে ‘ভালোই’ হয়েছে। অধিনায়ক হিসেবেই যে আজ ১০ হাজার রানের মাইলফলক উদ্যাপন করতে পারলেন স্মিথ। ১০ হাজারি ক্লাবে অস্ট্রেলিয়ার প্রথম তিনজন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং, তিনজনই ১০ হাজার ছোঁয়ার ম্যাচে দলের অধিনায়ক ছিলেন।
টেস্টে ১০ হাজার রান
ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ | |
---|---|---|---|---|---|---|
শচীন টেন্ডুলকার | ২০০ | ৩২৯ | ১৫৯২১ | ২৪৮* | ৫৩.৭৮ | ৫১/৬৮ |
রিকি পন্টিং | ১৬৮ | ২৮৭ | ১৩৩৭৮ | ২৫৭ | ৫১.৮৫ | ৪১/৬২ |
জ্যাক ক্যালিস | ১৬৬ | ২৮০ | ১৩২৮৯ | ২২৪ | ৫৫.৩৭ | ৪৫/৫৮ |
রাহুল দ্রাবিড় | ১৬৪ | ২৮৬ | ১৩২৮৮ | ২৭০ | ৫২.৩১ | ৩৬/৬৩ |
জো রুট | ১৫২ | ২৭৮ | ১২৯৭২ | ২৬২ | ৫০.৮৭ | ৩৬/৬৫ |
অ্যালিস্টার কুক | ১৬১ | ২৯১ | ১২৪৭২ | ২৯৪ | ৪৫.৩৫ | ৩৩/৫৭ |
কুমার সাঙ্গাকারা | ১৩৪ | ২৩৩ | ১২৪০০ | ৩১৯ | ৫৭.৪০ | ৩৮/৫২ |
ব্রায়ান লারা | ১৩১ | ২৩২ | ১১৯৫৩ | ৪০০* | ৫২.৮৮ | ৩৪/৪৮ |
শিবনারায়ণ চন্দরপল | ১৬৪ | ২৮০ | ১১৮৬৭ | ২০৩* | ৫১.৩৭ | ৩০/৬৬ |
মাহেলা জয়াবর্ধনে | ১৪৯ | ২৫২ | ১১৮১৪ | ৩৭৪ | ৪৯.৮৪ | ৩৪/৫০ |
অ্যালান বোর্ডার | ১৫৬ | ২৬৫ | ১১১৭৪ | ২০৫ | ৫০.৫৬ | ২৭/৬৩ |
স্টিভ ওয়াহ | ১৬৮ | ২৬০ | ১০৯২৭ | ২০০ | ৫১.০৬ | ৩২/৫০ |
সুনীল গাভাস্কার | ১২৫ | ২১৪ | ১০১২২ | ২৩৬* | ৫১.১২ | ৩৪/৪৫ |
ইউনিস খান | ১১৮ | ২১৩ | ১০০৯৯ | ৩১৩ | ৫২.০৫ | ৩৪/৩৩ |
স্টিভ স্মিথ* | ১১৫ | ২০৫ | ১০০০১ | ২৩৯ | ৫৫.৮৭ | ৩৪/৪১ |
সুত্র: প্রথম আলো
ON/RMN