আল-হিলাল ছাড়লেন নেইমার: চুক্তি বাতিল পারষ্পরিক সমঝোতায়

সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের চুক্তি বাতিল হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে ক্লাবটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আল-হিলালে নেইমার যা দিয়েছেন, সে জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’ পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
২০২৩ সালে পিএসজি ছেড়ে ১০.৪ কোটি ডলারের বাৎসরিক চুক্তিতে আল-হিলালে যোগ দেন নেইমার। তবে নানাবিধ চোটের কারণে কেবল ৭টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে ফিরে দুটি ম্যাচ খেলেই নতুন করে চোটে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর থেকেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
নেইমারের নতুন গন্তব্য এখনও ঠিক হয়নি। তিনি নিজের প্রথম ক্লাব সান্তোসে ফিরতে পারেন বলে আলোচনা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সঙ্গে খেলার সম্ভাবনাও রয়েছে।
ON/SMA