সৌদির বিশ্বকাপ পরিকল্পনা দেখে বিস্মিত নেইমার
সবকিছু ঠিক থাকলে ২০৩৪ ফিফা বিশ্বকাপ বসবে সৌদি আরবে। যার জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করেছে দেশটি। সৌদি আরবের ফুটবলকে বিশ্বের মাঝে তুলে ধরতে রোনালদো, নেইমার, বেনজেমাদের মতো ফুটবলারদের ভিড়িয়েছে সৌদি ক্লাবগুলো। বিশ্বকাপ আয়োজনের এতো আগেই এমন পরিকল্পনা দেখে বিস্মিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সৌদিতে নিজের খেলা এবং বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন আল হিলালের এই তারকা।
কিছুদিন ধরে এক গুঞ্জন চলছে। নেইমার আল হিলাল ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দেবেন জানুয়ারিতেই। যদিও নেইমার এই বিষয়ে কথা বলেননি। তবে আল হিলাল তাকে অনেক সম্মান দিয়েছেন বলে জানিয়েছেন নেইমার।
রিয়াদের এক প্রদর্শনী অনুষ্ঠানে নেইমার বলেন,
‘এখানে খেলার সুযোগ পাওয়া এবং এমন দেশে বাস করা মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি সবসময়ই বলি এখানে আমি অনেক বেশি সম্মান পেয়েছি। আমি অনেক খুশি এবং নিশ্চিত যে এই অভিজ্ঞতা আরও সুখকর হবে। আশা করি অন্য তারকারাও এখানে খেলতে আসবে, এখানে খেলার অভিজ্ঞতা তাদের নেয়া উচিৎ।’
এদিকে বিশ্বকাপের জন্য এতো আগে থেকেই সৌদি আরবের পরিকল্পনা দেখে অবাক নেইমার। সৌদি আরবে এসে দেশটিকে নিয়ে নেইমারের ধারণা বলদে গেছেও বলে জানিয়েছেন তিনি।
নেইমার বলেন, ‘সৌদি আরবের পুরো আয়োজন দেখে আমি আশ্চর্য্য হয়েছি। বাইরে থেকে আমরা দেশটি সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করি। কিন্তু এখানে আসার পর সেই ধারণা বদলে যাবে, খুবই ইতিবাচক পরিবেশ, যা আমি পছন্দ করি। তাই অন্যদের উচিৎ সৌদি সংস্কৃতি জানা। এখানে থাকতে পেরে আমি এবং আমার পরিবারও অনেক খুশি। ইতোমধ্যে এখানে আসার এক বছর হয়ে গেছে এবং আমি এখানে স্থায়ী।’
সূত্র: সময় টিভি
ON/MRF