দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বর্জনের আহ্বান আমিনুল হকের
দুর্নীতিবাজ ও চাঁদাবাজ, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ. কে. এম. আমিনুল হক। তিনি বলেন, ‘যারা সৎ ও চরিত্রবান, দেশের মঙ্গল এবং মানুষের জন্য চিন্তা করবে, তাদেরকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ গত শনিবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকার মৌলভীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল ওয়াহাব মাস্টার। বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল বাতেন সবুজ, তাজুল ইসলাম, কাজী শাহিন, জয়নাল মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, হাফেজ মাহবুব মাজেদ রুবেল, আব্দুর রেজ্জাক, বরকত উল্লাহ, সায়েদুর রহমান, মো. নাজাত, মো. রিপন প্রমুখ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন,
‘বিগত ১৬ বছরের স্বৈরশাসনের নিপীড়নের শিকার হয়ে দেশের মানুষ দিশেহারা। মানুষের বাকস্বাধীনতা ছিল না, তারা নানা হয়রানির শিকার হয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছে। অনেকেই হামলা-মামলার ভয়ে পালিয়ে বেড়িয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিভিন্ন পন্থায় মানুষকে সীমাহীন কষ্ট দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের ছাত্র-জনতা ও বিএনপির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশকে ভালো পথে নিয়ে যেতে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাবো। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে যেন দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা দলে এবং সংসদে স্থান না পায়।’
আমিনুল হক উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে গণতন্ত্র, মানবাধিকারসহ সবক্ষেত্রে স্বচ্ছতা ফিরে আসবে।’
মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
– মোঃ শরিফ উদ্দিন, শেরপুর
ON/MRF