সোনারগাঁয়ে যুবদলের সমাবেশে রূপ বদলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব জানিয়েছেন, ‘৫ আগস্টের পরে অনেকেই রূপ বদল করে বিএনপি হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের সময়ে তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলা ও কারাগারে পাঠানোর কাজ করেছে। আজ তারা আমাদের সঙ্গে মিশে গেছে। তাদের চিহ্নিত করে অপকর্মের যথাযথ জবাব দেওয়া হবে।’
তিনি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নতুন টিপরদী এলাকায় যুবদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশটি আয়োজিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।
সোনারগাঁ পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী।
সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, যুবদল সদস্য নোবেল মীর, সোনারগাঁ পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আল আমিন, আবু সালেহ মুছা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এবং যুবদল নেতা অলি আহমেদ।
খাইরুল ইসলাম সজিব আরও বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের আগামী দিনে যথাযথ মূল্যায়ন করা হবে। কেউ শুধু বিএনপির রাজনীতি করলেই বিএনপি হয়ে যায় না। তাদের বিগত দিনের কার্যক্রম আমাদের কাছে নথিভুক্ত রয়েছে। সেই নথি অনুযায়ী তাদের মূল্যায়ন করা হবে।’
- আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ
ON/MDK