সেনা কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, শ্রীবরদীতে বিএনপির জবাব
শ্রীবরদীতে সেনা কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন
শেরপুরের শ্রীবরদীতে বিএনপির রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে এক সেনা কর্মকর্তার ভূমিকার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলটির নেতারা এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের বক্তব্য
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল লিখিত বক্তব্যে বলেন, ঘাটাইল ক্যান্টনমেন্টের এডুকেশন কোরে কর্ণেল পদে চাকরিরত শ্রীবরদী উপজেলার বাসিন্দা মো. গোলাম মোস্তফা সেলিম সম্প্রতি শ্রীবরদী উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মিটিংয়ে বসেছেন। তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও, শ্রীবরদীর রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে জানাতে চাই, সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক কার্যক্রমে জড়িত হতে পারেন না। অথচ কর্ণেল মো. গোলাম মোস্তফা সেলিম শ্রীবরদীতে প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলামের হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা চাই এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’
সংগঠনের বক্তব্য
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, সেনা কর্মকর্তা হিসেবে সরকারি পদে থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শৃঙ্খলাবিরোধী এবং শ্রীবরদীর রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।
অন্যপক্ষের প্রতিক্রিয়া
এদিকে শ্রীবরদী উপজেলা যুবদলের নেতা আবু রায়হান মুহাম্মদ আল বেরুনী বলেন, ‘কর্ণেল মো. গোলাম মোস্তফা সেলিম শুধুমাত্র পরিচিত কয়েকজনের অনুরোধে সেখানে চা খেতে বসেছিলেন। কোনো রাজনৈতিক আলাপ হয়নি। তবে শেরপুর-৩ আসনের কান্ডারি রুবেল ভাইয়ের নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
বিএনপির নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের অভ্যন্তরে প্রভাবশালী মহলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং জনগণের ঐক্য বজায় রেখে এর জবাব দেওয়ার অঙ্গীকার করেন।
-মোঃ শরিফ উদ্দিন, শেরপুর
ON/MDK