শাহজাহান ওমরসহ ৫৩ জনের নামে মামলা, অজ্ঞাত ১৫০
রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ: সাবেক এমপি শাহজাহান ওমরসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা, এছাড়াও ১৫০জন ব্যক্তিকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৫৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
মামলার প্রধান আসামি ও অভিযোগ
মামলার প্রধান আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর ছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, এবং যুবলীগ নেতা মো. সুমন সিকদারসহ ৫৩ জনের নাম। এছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার পটভূমি
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর, বৃহস্পতিবার, রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে বিএনপির প্রধান কার্যালয়ে দলীয় কর্মী সমাবেশ চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র, লোহার রড, হকস্টিক এবং বিস্ফোরক নিয়ে হামলা চালায়। অভিযোগ করা হয়েছে, তারা কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ করে।
বাদীর বক্তব্য
মামলার বাদী অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে তৎকালীন সময়ে এক দলীয় স্বৈরশাসন ব্যবস্থা থাকায় রাজাপুর থানায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। বর্তমানে সুষ্ঠু পরিবেশ ও ন্যায়বিচারের প্রত্যাশায় এই মামলা করেছি।’
পুলিশের কার্যক্রম
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাবেক সংসদ সদস্যের গ্রেপ্তার
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় দায়ের করা একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। তাকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, সেদিন সকালে উত্তর পিংড়ি এলাকায় তার বহনকারী গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায় এবং তার বাড়িতেও ভাঙচুর করে।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MDK