প্রতিটা ওয়ার্ডে গিয়ে আপনাদের জন্য কী করতে চাই তা বলবো: ইঞ্জিনিয়ার ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা আগামীতে আপনাদের জন্য কী করতে চাই, আপনার সন্তানদের জন্য কী করতে চাই সেসব কথা বলবো। দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা সংস্কার প্রস্তাব যেসবের কথা আমরা বলবো। আমরা খুনি হাসিনার বিচারের কথা বলবো।
তিনি আরও বলেন, আজ থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে, প্রত্যকটা থানায় থানায় গিয়ে আপনাদের জন্য কী করতে চাই, আপনার সন্তানদের জন্য কী করতে চাই সেসব কথা আমরা বলবো। আপনাদের সন্তানদের কর্মসংস্থান এবং চিকিৎসার জন্য আমরা কী করতে চাই, সেসব কথা আমরা বলবো।
এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনাদের জীবনযাত্রার মান, আপনার সন্তানদের জীবনযাত্রার মান আরও উন্নত হওয়ার কথা ছিল। শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হওয়ার কথা ছিল। চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, দীর্ঘ লাইন দিয়ে চিকিৎসা নিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রাইভেট খাতে চিকিৎসা নিতে গেলে নিঃস্ব হতে হয়।
এরপর রাজধানীর গেন্ডারিয়া এলাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবকে দেখতে যান বিএনপির এই নেতা। এ সময় সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন।
সুত্র: বাংলা ভিশন
ON/RMN