বাংলাদেশে অনুপ্রবেশের ১০ দিন পর ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড অফ বাংলাদেশ)।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন বাংগাবাড়ি বিওপির একটি টহল দল তাকে আটক করে। আটক ব্যক্তির নাম নাজিম উদ্দীন। দশ দিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তিনি।
এদিন রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদেকুর রহমান।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার নামক এলাকায় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। একজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহলদল দেখার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তিনি ভারতীয় নাগরিক। পরবর্তীতে ওই ব্যক্তির কাছে তার পাসপোর্ট বা বৈধ ডকুমেন্ট চাওয়া হলে কিছুই প্রদান করতে পারেননি।
পরে তাকে তল্লাশি করা হলে তার কাছে ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশি ২৫০ টাকা পাওয়া যায়। এছাড়া তিনি নিজে স্বীকার করেন যে, গত ১০-১২ দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আরো জিজ্ঞাসাবাদে তার অসংলগ্ন উত্তরে সন্দেহের উদ্রেক হলে তাকে আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: কালের কন্ঠ
ON/MRF