ছাত্ররা যেন রাস্তায় না নামে, তাদের সেটা বোঝাতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ও মারামারি প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ছাত্ররা যেন রাস্তায় না নামে, রাস্তা ব্লক না করে। এতে জনগণের সমস্যা হয়। এটা তাদের বোঝাতে হবে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা সব সমাধান করতে চাই। আমরা এ বিষয়ে কঠোর হতে চাই না।’
সুনামগঞ্জে আজ মঙ্গলবার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের যান। সেখানে হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শিক্ষকেরা আছেন, শিক্ষার্থী প্রতিনিধিরা আছেন তাঁরা আলোচনা করে যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। প্রয়োজনে আমাদের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা বসতে পারেন। তাঁরা তো আমাদের সবার আপনজন। রাস্তা ব্লক করলে সবাই অসুবিধায় পড়েন। তাঁদের সব দাবিদাওয়া আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। যেকোনো কথা, দাবি–দাওয়ার প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া যায়। রাস্তা বন্ধ করা ঠিক নয়। এটা ছাত্রদের বোঝাতে হবে। এই দায়িত্ব সবার।’
সুনামগগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই। সরকার এ বিষয়ে যা করণীয় সব করতে। কৃষকেরা যাতে টাকা পান, সেটি নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীরা সব জায়গায় আছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় এ জন্য দুজন উপদেষ্টা সুনামগঞ্জে এসেছেন জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ চলছে। প্রকল্প নির্ধারণে জরিপ হচ্ছে। কিন্তু পানি ধীরে নামছে। বইয়ে যে সময়ের কথা লেখা থাকে, সেটা তো প্রকৃতি মেনে চলে না। কাজে যাতে দেরি না হয়, ফসল যাতে ঝুঁকিতে না পড়ে সেটার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হবে। কাজে অনিময় হলে ব্যবস্থা নেওয়া হবে বলে।
টাঙ্গুয়ার হাওরে নিয়ন্ত্রিত পর্যটনের কথা উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই হাওরের পরিবেশ, প্রতিবেশ রক্ষা করে সব করা হবে। জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনসহ সব দপ্তরকে কাজ করতে হবে।
দুই উপদেষ্টার সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ইমনদ্দোজা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র: প্রথম আলো
ON/RMN