যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করল পেট্রোবাংলা
পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোতে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে যাঁদের পরীক্ষা পড়েছিল, তাঁদের পরীক্ষা ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে গত রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপর গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। এ সময় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলেছে।
সুত্র: প্রথম আলো
ON/RMN