ঢামেকে জাতীয় নাগরিক কমিটির ১০৩ সদস্যের প্রতিনিধি কমিটি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে ১০৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি কমিটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন- ডা. আসিফ ইকবাল, ডা. সালাহ উদ্দিন আহমেদ, ডা. শাহরিয়ার কবির, ডা. রবিউল ইসলাম, ডা. মোবারক হোসেন, ডা. মাইনুল হাসান, ডা. গওসুল আজম, ডা. সুমন রান, ডা. ইমরান হোসেন, ডা. তারেক কামাল, ডা. আমিনুর রহমান, ডা. আশরাফুল ইসলাম, ডা. মো. আসাদুজ্জামান প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।
সুত্র: যুগান্তর
ON/RMN