চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০, হাসপাতালে ভর্তি ৭৮৫৯৫
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে ৪০৭ জনের মৃত্যু হল, আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৭৮ হাজার ৫৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিনজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং আরেকজন চট্টগ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪০৪ জন, ঢাকা বিভাগে ২১৮ জন, ময়মনসিংহে ৪৬ জন, চট্টগ্রামে ৬৫ জন, খুলনায় ৭৪ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১১৯ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৪ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৩৫ জন; আর ২ হাজার ৩৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৬ হাজার ৫২৭ জন ঢাকার বাইরের। আর ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৬৮ জন। চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের ১৬ দিনে ১৬ হাজার ৭৭৮ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৯২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
সূত্র: বিডি নিউজ টোয়েন্টিফোর
ON/ORNB