ঢাকায় সাবেক দুই সংসদ সদস্য গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগ ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হত্যা মামলার আসামি।
তাঁরা হলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ওই আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম (মুকুল)।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, গতকাল মধ্যরাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে।
এর আগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, তাঁকে কোতোয়ালি থানা-হাজতে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।
এদিকে র্যাব-২–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-২–এর একটি দল সাবেক সংসদ সদস্য আলী আজমকে গ্রেপ্তার করে।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।
সুত্র: প্রথম আলো
ON/RMN