গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু
এডিস মশাবাহিত রোগে মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে আরও ১২১১ জন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৪ হাজার ৮০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে সারা দেশে ১৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৪৫৩ জন। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ৩৪৭ ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
সূ্ত্র: সময় টিভি
ON/MRF