সিলেটে কোটি টাকার চোরাই মালামাল আটক
সিলেটে প্রায় কোটি টাকার চোরাই মালামাল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিজিবি এসব মালামাল আটক করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটক চোরাচালানি মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে ৭২টি ভারতীয় শাড়ি, ২১৭.৫ মিটার পর্দার কাপড়, দুটি মোটরসাইকেল, ১৪ হাজার ৮৪০ কেজি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী পাঁচটি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
সূত্র : আজকের পত্রিকা
on/abr