কিশোরগঞ্জে গাঁজা বোঝাই প্রাইভেটকার জব্দ, স্বামী-স্ত্রী গ্রেফতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজা বোঝাই প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে জেলার কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব -১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতাররা হলেন: জামালপুর জেলা সদরের বারুয়ামারী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মো.আমির হোসেন (৪২) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ -ভৈরব সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব। কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয় র্যাব। এ সময় গাড়িটি থামামাত্রই পিছনের সিট থেকে পালানোর চেষ্টা করলে আমির হোসেন ও স্বপ্না খাতুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২টি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়ে র্যাব। এ ঘটনায় কটিয়াদী থানায় একটি মামলা করা হয়েছে।
সূ্ত্র: সময় টিভি
ON/MRF