যুবলীগ নেতা গ্রেফতার!
রাজধানীর বনানী এলাকা থেকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. শামীম আল সাইফুলকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে বনানীর ২৭ নম্বর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. শামীম আল সাইফুলকে রাজধানীর বনানী এলাকা থেকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বনানী থানায় হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
ON/RMN