বরিশালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
বরিশালের গৌরনদীতে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া এক গণমাধ্যামকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের (২৫) পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার ভোরে চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের মো. মনির ব্যাপারীর বাড়িতে চোর এসেছে এমন খবরে স্থানীয় লোকজন জড়ো হয়ে চোরকে ধাওয়া দেয়। পরে তারা একজনকে আটক করে পিটুনি দিয়ে বেঁধে রেখে। পরে সকালে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি মো. ইউনুস মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন,নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূ্ত্র: ডেইলি স্টার
ON/MRF