রাজশাহীতে কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে যুবক!
ক্ষেতে কাজ করার সময় শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে রাসেলস ভাইপার কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও ধরে সঙ্গে করে নিয়ে যান ওই যুবক।
রোববার (১০ নভেম্বর) সকালে রাজশাহী জেলার চারঘাট উপজেলার রাইপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শাহিনুর ইসলাম উপজেলার রাইপুর গ্রামের মো. কয়নানের ছেলে।
জানা গেছে, সকালে শাহিনুরকে রাসেলস ভাইপার সাপে কামড় দিলে কয়েকজন মিলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর সেই সাপটি ব্যাগের মধ্যে নিয়ে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন শাহিনুরের স্বজনরা।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আক্রান্ত রোগীকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা ভালো। রোগী চিকিৎসককে জানিয়েছিলেন তাকে রাসেলস ভাইপারে কামড় দিয়েছিল। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।
সুত্র : ঢাকা পোস্ট
on/abr