গাজীপুরে প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য
বাংলাদেশে প্লাস্টিক দূষণ কমাতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে “প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর” চালু করেছে। এই সেন্টার থেকে পণ্য নেওয়া এক পোশাক কর্মী বলেছেন, আমি ১০ কেজি প্লাস্টিক কুড়িয়ে এনে স্টোরে জমা দিয়েছি। এর বিনিময়ে প্রায় হাজার টাকার নিত্যপণ্য পেয়েছি। এই পণ্য আমার পরিবারের প্রায় ১৫ দিনের বাজারের সমান।
কথাগুলো বলেছেন, গাজীপুরের গাছা এলাকার পোষাক কারখানার শ্রমিক ফাতেমা বেগম (৪০)। গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগ ’প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ থেকে পণ্য গ্রহণের পর তিনি এ কথা বলেন।
গাছা কলেজ মাঠে ৩০০ দরিদ্র পরিবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিকসামগ্রী জমা দিয়ে বিনিময়ে চাল, ডিমসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেছেন তারা।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ভাইস-চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, প্রথম দিনেই তিন টন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। যা পরবর্তীতে রিসাইক্লিংয়ের জন্য প্রক্রিয়াজাত করা হবে। বাংলাদেশে প্লাস্টিক দূষণ কমাতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে “প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর” চালু করেছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্লাস্টিক দূষণ রোধ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে পরিবেশকে সুরক্ষিত রাখা এবং দরিদ্র পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটানো।
এই অনুষ্ঠানে স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
সূ্ত্র: কালের কন্ঠ
ON/MRF