ঝিনাইগাতীতে সীমান্তবর্তী পাহাড় থেকে ৫৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারত সীমান্তঘেঁষা বড় গজনী এলাকার পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৭০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশ উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার করা মদগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। এসব মদ সীমান্ত চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বড় গজনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত মদের মধ্যে বিভিন্ন নামীদামি বিদেশি ব্র্যান্ড রয়েছে, যা চোরাচালানের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এই পাহাড়ি অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রশাসনের তৎপরতা ও নজরদারি বৃদ্ধির ফলে এ ধরনের কর্মকাণ্ড ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA