লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ আয়োজন করে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সেমিনারটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
শিক্ষার্থীরা জানান, ‘ক্যারিয়ার গঠনের এমন আয়োজন আমাদের জন্য অত্যন্ত সহায়ক। এ ধরনের সেমিনার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় স্পষ্টতা এনে দেবে।’ তারা এ আয়োজন নিয়মিত করার দাবিও জানান।
উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, ‘উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরিকল্পনার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। কীভাবে পড়াশোনা করলে জীবনে সফল হওয়া যায় এবং ভালো বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া যায়, সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।’
–আব্দুল্লাহ আল ফয়সাল,লক্ষ্মীপুর
–ON/SMA