বড় ভাইয়ের মৃত্যুর ১০ মিনিট পর ছোট ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর মহল্লায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন কালিনগর মহল্লার মৃত আহালু মিয়ার বড় ছেলে ফকির মিয়া (৫৬) ও মেজো ছেলে গাজী মিয়া (৫০)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকির মিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ফকির মিয়ার মৃত্যুর খবর শুনে তার মেজো ভাই গাজী মিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আক্রান্ত হওয়ার মাত্র ১০ মিনিট পরেই তিনিও মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে ফকির মিয়া এক কন্যা এবং গাজী মিয়া এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি, বড় ভাইয়ের মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এটা অপরাধ ঘটিত বিষয় নয়।’
পরদিন মঙ্গলবার সকাল ১০টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ কালিনগর কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
–মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
–ON/SMA