ফুলবাড়ীতে ফ্যাসিস্ট বিরোধী অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা-ভাঙচুর মামলার চার আসামিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতভর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম ধনিরাম গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পূর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫) এবং একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজেরকুটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃতরা সবাই তালিকাভুক্ত ফ্যাসিস্ট। গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৫(০৮)২৫ ও ০৬(০৮)২৫ নম্বর মামলার তদন্তে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণেই এই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামিদের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের ফ্যাসিস্ট বিরোধী অভিযান আগামীতেও চলমান থাকবে।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA