সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে জেলা প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী আয়োজনের পর সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর শহীদ মিনার প্রাঙ্গণে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি আয়োজন করা হয় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা এবং কুস্তি প্রতিযোগিতা।
নববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনও নিজ নিজ আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে।
এছাড়াও বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির পাশে নতুন শহীদ মিনার প্রাঙ্গণে আরও একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
–জাকারিয়া আহমেদ ,সুনামগঞ্জ
–ON/SMA