পত্নীতলায় ৬ কিলোমিটার ভাঙা রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় ছয় কিলোমিটার দীর্ঘ বাবনাবাজ-চকদোচাই-গগনপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন পাঁচ গ্রামের বাসিন্দারা।
শনিবার দুপুরে ঘোষনগর ইউনিয়নের বাবনাবাজ সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘চাই দ্রুত সংস্কার, আমার রাস্তা, আমার অধিকার’—এমন স্লোগানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী।
বক্তারা বলেন, ‘এই রাস্তা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘ আট বছর ধরে এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা নিরুপায় হয়ে আজ রাস্তায় নেমেছি রাস্তা সংস্কারের জন্য।’ তারা দ্রুত সময়ের মধ্যে বাবনাবাজ-চকদোচাই-গগনপুর সড়ক সংস্কারের জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী, জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হাসান আলী, ব্যাংকার রহমতুল্লাহ, সাজেদুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা।
–আবু জাফর, নওগাঁর
–ON/SMA