নড়িয়ায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জামায়াত ও তৌহিদি জনতার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ও তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাবেক উপজেলা চত্বর সড়ক প্রদক্ষিণ করে নড়িয়া বাজার হয়ে বটতলায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়িয়া উপজেলা পূর্ব শাখার আমির মাওলানা কাজি আবুল বাশার, পশ্চিম শাখার আমির ইঞ্জিনিয়ার কাহেত নজরুল ইসলামসহ দলটির সদস্য ও কর্মীবৃন্দ। এছাড়াও অংশ নেন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামিক সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘দুনিয়ার মুসলিম এক হও’, ‘ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো’, ‘ইসরাইলের পণ্য বিক্রি বন্ধ করো’, ‘ইসরাইলি পণ্য কিনা বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বটতলায় সংক্ষিপ্ত বক্তব্য দেন নড়িয়া উপজেলা জামায়াতের পূর্ব শাখার আমির মাওলানা কাজি আবুল বাশার। তিনি বলেন, ‘ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে হবে। বিশ্ব মুসলিমকে একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।’ এরপর ফিলিস্তিনের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
–মোঃ জামাল হোসেন, নড়িয়া
–ON/SMA