বরগুনায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’: শিক্ষার্থীদের গণহত্যার প্রতিবাদ

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বরগুনায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ এপ্রিল) সকাল ১১টায় বরগুনা সরকারি কলেজের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে বরগুনার বিভিন্ন স্কুল, কলেজ ও নার্সিং কলেজের কয়েক হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে একটি মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে রাজপথে থাকার ঘোষণা দেন। একইসঙ্গে তারা ইসরায়েলি পণ্য বয়কট এবং এসব পণ্যের বিক্রয়ে নিষেধাজ্ঞা জারির দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, ‘গাজায় মানুষ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’ তারা ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন।
–সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
–ON/SMA