দেশে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ সব সরকার: জামায়াত নেতা

ঝালকাঠি: গত ৫৪ বছরে বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা কেউই শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা একটি ভূখণ্ড ও স্বাধীন পতাকা পেলেও প্রকৃত স্বাধীনতার সুফল পাইনি। আমরা ভোট ও ভাতের অধিকার চেয়েছিলাম, কিন্তু তা আজও পাইনি।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনে বিনা ভোটে বিজয়ী ঘোষণা করা হয়, যা গণতন্ত্রের পরিপন্থী। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতেই হয়ে যায়, যা ইতিহাসে নজিরবিহীন। ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতেই যায়নি, কারণ আগেই সব নির্ধারিত ছিল।’
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে মৃত গণতন্ত্রের নামে ভোটের নাটক বন্ধ করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট যারা মানুষ হত্যা করেছে, তারা শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার সুযোগও পায়নি। বাংলাদেশের মানুষ এখন ন্যায়বিচার চায়, জুলুম-অত্যাচার বন্ধ করতে চায়।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন হলে দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতীয় সংসদে ইসলামের আলো জ্বালাতে হবে, কারণ সেখান থেকে পুরো দেশের আইন প্রণয়ন হয়। আমরা চাই জাতীয় সংসদে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।’
জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াত নেতা ফকরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নিমুল করিম।
২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA