৩২ এর বাড়ি গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা, যা বলছে ডিএমপি

বিক্ষুব্ধ জনতার হাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের বিষয়ে ডিএমপি প্রতিবেদন নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুরে মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানকার সবশেষ রিপোর্ট নিয়েছি।’
সূত্রঃ নিউজ24
ON/SMA