তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
গুলশান ট্রাফিক জোনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার জিয়াউর রহমান জিকো শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সাম্নের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাস্তায় অবস্থান নিয়ে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে গতকাল বুধবার বিকেল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। এ সময় তারা ৭ দফা দাবি জানান।
শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’-এর সাত দফা দাবিগুলো হলো:
তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।
সুত্র: TBS
ON/RMN