শাটডাউন তিতুমীর: দাবির পক্ষে শিক্ষার্থীদের আন্দোলন শুরু

গত ৭ জানুয়ারি সরকারি তিতুমীর কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানানো হয়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচি শুরু করেছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। একই সঙ্গে উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগসহ প্রশাসনিক কাঠামো গঠন করার আহ্বান জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘তিতুমীর ঐক্য’ গতকাল সোমবার রাতে এক সভায় এই সিদ্ধান্ত নেয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘সরকারি তিতুমীর কলেজকে দীর্ঘদিন ধরে অভিভাবকহীন অবস্থায় রাখা হয়েছে। সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল হওয়ার পর তিতুমীর কলেজের সমস্যাগুলো আরও প্রকট হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সময়ের দাবি।’
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শিক্ষার্থীরা কলেজটির প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ নামের ব্যানার টানিয়ে দেয়। তাদের ভাষ্যে, ‘এটি শিক্ষার্থীদের স্বপ্নের প্রতিফলন।’
শিক্ষার্থীদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা।
-সংবাদদাতা: ON/SMA